• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

  • ''
  • প্রকাশিত ১৯ মার্চ ২০২৪

নীলফামারী প্রতিনিধি:

থানায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগি এলাকাবাসী। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের সিপাইটারী গ্রামে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসুচিতে অংশ গ্রহন করেন এলাকার বিভিন্ন বয়সী মানুষজন।

এসময় বক্তব্য রাখেন, হামিদুল ইসলাম, সাদিকুল ইসলাম, মতিয়ার রহমান, আরমান হোসেন, হাসান আলী, আব্দুস সাত্তার ও শাপলা বেগম, রুজিনা বেগম, হাজেরা বেগম প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, গত শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়ির ফাঁকা ঘরে অগ্নিসংযোগ করেন প্রতিবেশি রুবেল ইসলাম (৪৫)। নিকটাত্মীয়দের সাথে জমি জমা নিয়ে বিরোধ থাকায় স্থানীয়দের ফাঁসাতে পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটান তিনি। এলাকায় মামলাবাজ নামে পরিচিতি লাভ করেছে রুবেল।

রুজিনা বেগম তার বক্তব্যে বলেন, সে ১১টি মামলার বাদী। গ্রামে কোথাও খুজে পাওয়া না গেলেও কোর্টের বরান্দায় দেখা পাওয়া যাবে। তিনি আরও অভিযোগ করে বলেন, নিজেই বাড়ীতে আগুন দিয়ে থানায় নয়জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন রুবেল।

মানববন্ধনে অংশ নেয়া হামিদুল ইসলাম জানান, রুবেল ইসলাম একজন মামলাবাজ ব্যক্তি। সে মামলা পরিচালনায় পটু। নানা ভাবে স্থানীয়দের হয়রানী করতে কথায় কথায় তিনি মামলা করেন। কোর্টের বারান্দায় ঘুরাঘুরি করা তার ব্যবসা। তার অত্যাচারে অতিষ্ঠ মানুষ।

সিপাইটারী এলাকার বাসিন্দা ও রুবেলের প্রতিবেশী সাদিকুল ইসলাম জানান, ঘটনার সময় খবর পেয়ে গিয়ে দেখি আগুন নিভে গেছে। ফায়ার সার্ভিসের কমীরা আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এটি পরিকল্পিত ও সাজানো ঘটনা। অল্পের জন্য প্রতিবেশির ঘরবাড়ি রক্ষা পেলেও রুবেলের সাথে লাগোয়া জাহাঙ্গীর নামের এক ব্যক্তির বাড়ীর কিছুই বাঁচাতে পারেনি। রুবেল ইসলামের দৃষ্টান্তমুলক শাস্তি চাই আমরা।
অভিযোগের বিষয় জানতে রুবেলকে একাধিকবার ফোন দিয়েও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম জানান, রুবেল নয়জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads